নিজস্ব সংবাদদাতাঃ রায়গঞ্জঃ আজ বিকেলবেলা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রবীন্দ্রপল্লি এলাকায় নিজের ঘরে মহিলার গলাকাটা দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতা ৪১ বছর বয়সী সুপ্রিয়া দত্ত।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সুপ্রিয়া দেবীর ছেলে তাকে বাড়িতে ঢুকে মাকে শোবার ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আঁতকে ওঠেন। চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশের কাছে দিলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।
সুপ্রিয়া দেবীর ছেলের দাবী, “তিনি এক জন আত্মীয়ের বিয়ের জন্য টাকা-গহনা তুলতে ব্যাংকে গিয়েছিলেন। কিন্তু কোনো অশান্তির ঘটনা ঘটেনি।” তবুও এই মৃত্যু ঘটলো কিভাবে তা নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছেন।