নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ মালদার পর এবার আজ পুরুলিয়ার আদ্রার রঘুনাথপুর ব্লক এলাকার শ্যামসুন্দরপুর প্রাথমিক বিদ্যালয় দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে ৯ বছর বয়সী এক শিশুর। মৃত শিশুটির নাম মণীন্দ্র চিত্রকর।
জানা গেছে, মনীন্দ্র শৌচালয়ের লোহার ফটক ধরে ঝুলছিল। তখনই লোহার দরজা সমেত দেওয়াল ভেঙে পড়ে। এরপর দ্রুত তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
এই ঘটনায় মনীন্দ্রর প্রতিবেশী ও পরিবারের সদস্যরা স্কুল কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল তুলছেন। পুলিশ এই ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী মোতায়েন করেছেন। রঘুনাথপুরের বিডিও রবিশঙ্কর গুপ্ত বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলেন। এই মৃত্যুকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code