নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ গতকাল বীরভূমের মাড়গ্রামে বোমা বাঁধার অভিযোগে গ্রেফতার করা হল জোট প্রার্থীকে। ওই কাণ্ডে গ্রেফতার করা হয়েছে আরো চার জনকে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাড়গ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রাতেরবেলা বাহিরগোড়া গ্রামে অভিযান চালান। ওই সময় একটি বাড়ির মধ্যে বোমা বাঁধার কাজ চলছিল। আর তখনই পুলিশ অভিযান চালিয়ে বাড়ির মালিক সহ পাঁচ জনকে গ্রেফতার করেন। আর ঘটনাস্থল থেকে ২০টি বোমা ও বোমা বাঁধার উপকরণ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া বাড়িটি সিল করে দেওয়া হয়েছে। ধৃতরা হলেন হাঁসন দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বাম-কংগ্রেস জোট প্রার্থী চমৎকার শেখ। এছাড়া টম শেখ, ডিউক শেখ ও গিয়াসউদ্দিন শেখ। পাশাপাশি ওই এলাকায় আরো কোথাও বোমা মজুত করা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জেলা জুড়ে আমাদের তল্লাশি অভিযান চলছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রশিদ এই প্রসঙ্গে অভিযোগ করেন, ‘‘পুলিশ এখন শাসক দলের হয়ে কাজ করছে। এর প্রমাণ আমরা পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই পেয়েছি। এলাকায় এলাকায় আমাদের কংগ্রেস কর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ফলে এই ঘটনা কতটা সত্য, তা খতিয়ে দেখতে হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে তৃণমূলের জেলার সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় পাল্টা জানান, ‘‘বিরোধী রাজনৈতিক দলগুলি এখন সব এক হয়েছে। ওই কারণেই ভোটে বোমা বারুদের ব্যবহার করে জেতার চেষ্টা করছে। এই ঘটনা তার প্রমাণ।’’