নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ গতকাল সন্ধেবেলা পুরুলিয়ার আদ্রার পাণ্ডে বাজার এলাকায় পার্টি অফিসে ঢুকে এক জন তৃণমূল নেতা ও তার দেহরক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে তুমুল উত্তেজনা শুরু হয়ে যায়। মৃত ব্যক্তি আদ্রা শহরের তৃণমূলের সভাপতি ধনঞ্জয় চৌবে।
তৃণমূল সূত্রে খবর, ধনঞ্জয়বাবু পার্টি অফিসের বারান্দায় দলীয় কর্মীদের নিয়ে বসেছিলেন। সাথে দেহরক্ষী শেখর দাসও ছিলেন। ওই সময় আচমকাই দু’জন বাইকে করে পার্টি অফিসে এসে প্রায় ছয় রাউন্ড গুলি চালায়। এরপর ঘটনাস্থলে মোটরবাইক রেখে পালিয়ে যায়।
এই ঘটনার পর ধনঞ্জয়বাবু ও শেখরকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, ‘‘ধনঞ্জয়বাবুর শরীরে পাঁচটি গুলি লেগেছে আর শেখরের তলপেটে একটি গুলি লেগেছে। পরে শেখরকে বাঁকুড়ার মেজিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়।’’ তবে চিকিৎসকেরা ধনঞ্জয়বাবুর মৃত্যু নিশ্চিত করেননি।
খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে। ইতিমধ্যেই সমগ্র এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। পার্টি অফিসের সামনের রাস্তায় ছোপ ছোপ রক্তের দাগ সহ রাস্তার দু’ধারে .৩২ ক্যালিবারের ব্ল্যাক বুলেট পড়ে রয়েছে। পুলিশ তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। কারণ পার্টি অফিসের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরাটি বিকল হয়ে গিয়েছে।