মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ রাজ্য জুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। এবার উত্তর চব্বিশ পরগণার গাইঘাটা থানা এলাকায় ক্যামেরা দেখানোর নাম করে প্রতিবেশী নাবালিকাকে ঘরে ডেকে উচ্চস্বরে গান চালিয়ে গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলো এক মহিলা ও তার ছেলে সহ এক যুবক এবং নাবালকের বিরুদ্ধে।
এই ঘটনায় নাবালিকার বাবা পুলিশের কাছে অভিযোগ জানান যে, “বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ মেয়েকে বাড়িতে দেখতে না পেয়ে বাইরে গিয়ে খোঁজ শুরু করেন। প্রতিবেশী অর্থাৎ স্থানীয় বিজেপি নেত্রী পূর্ণিমা দেবী এবং তার ছেলেকে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়ের বিষয়ে জিজ্ঞাসা করলে তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর পূর্ণিমা দেবীর বাড়ির ভিতর থেকে উচ্চস্বরে গান বাজার কারণে সন্দেহ হওয়ায় ঘরে ঢুকে দেখেন তার মেয়েকে তাদের বাড়িতে নবদ্বীপ থেকে ঘুরতে আসা এক জন যুবক ও নাবালক ধর্ষণের চেষ্টা করছে।”
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত পূর্ণিমা দেবী এবং তার ছেলে সহ অভিযুক্ত ওই যুবক ও নাবালককে গ্রেপ্তার করেছেন।