নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ এক তরুণীকে চাকরী দেওয়ার নামে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে গতকাল দেবাশিস পাল নামে বর্ধমানের এক জন তৃণমূল নেতা গুসকরা থেকে গ্রেফতার হলেন। আজ দেবাশিসকে আদালতে তোলা হবে।’’
অভিযোগ ওঠে যে, কিছু দিন আগে ওই তরুণী বর্ধমানের আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন যে, তাকে পূর্ব বর্ধমানের এক জন তৃণমূল অঞ্চল সভাপতি দশ লক্ষ টাকার বিনিময়ে দু’মাসের মধ্যে বিদ্যালয়ের গ্ৰুপ-সি অথবা গ্ৰুপ-ডি পদে চাকরী দেওয়ার কথা বলেন। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও চাকরী পাননি।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এমনকি টাকা ফেরত চাইতে গেলে একাধিক বার ধর্ষণ করায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় চাপের মুখে সেই সময় বিয়ের প্রতিশ্রুতি দেন। কিন্তু পরে ওই প্রতিশ্রুতি পালন না করে ওই তরুণীকে মারধর করে গর্ভস্থ সন্তান নষ্ট করে দেন। ফলে ধর্ষণের অভিযোগ সহ একাধিক ধারায় মামলাও রুজু করা হয়। এর কয়েকদিন পর মঙ্গলকোট থানায় ওই মামলা পাঠিয়ে দেওয়া হয়।
এতে পুলিশী নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে। ফলে ওই তরুণী হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এরপরই পলাতক দেবাশিসকে নাগালে পেয়ে গ্রেফতার করা হয়। দেবাশিসের গ্রেফতারি নিয়ে তৃণমূল মুখপাত্র দেবু টুডু জানান, ‘‘আইন অনুযায়ী প্রশাসন ব্যবস্থা নেবে। কোনো অন্যায়কারীর পাশে দল থাকবে না।’’