গলায় তার পেঁচানো অবস্থায় গাছ থেকে উদ্ধার দু’শো কেজি ওজনের বাঘ

Share

নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের তিলুগা বিটের কাছে পান্না ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের একটি গাছ থেকে গলায় তার পেঁচানো অবস্থায় দু’শো কেজি ওজনের বাঘের দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। আর এই ঘটনার পরই ডেপুটি ফরেস্ট রেঞ্জার ও এক জন বিট গার্ডকে সাসপেন্ড করে এই ঘটনায় জড়িত দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

ছত্তরপুরের সার্কল কনজারভেটর সঞ্জীব ঝাঁ জানান, “দু’সপ্তাহের জন্য দুই জন অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর দেখা যায়, অন্য প্রাণীর জন্য পেতে রাখা ফাঁদে লাগানো তারে বাঘটি জড়িয়ে যায়। আর সেই অবস্থায় গাছে ওঠার চেষ্টা করেছিল কিন্তু পিছলে যেতেই গলায় ফাঁসের মতো আটকে যায়। আর তাতেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়।”


মধ্যপ্রদেশে পান্না, পেঞ্চ, কানহা, সাতপুরা, বান্ধবগড় এবং সঞ্জয় দুবরি নামে ছ’টি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র রয়েছে। জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের (এনটিসিএ) তথ্য বলছে, রাজ্যে ২০১২ সাল থেকে ২০২২ সালের জুলাই মাসের মধ্যে ২৭০ টি বাঘের মৃত্যু হয়েছে। শুধু মাত্র ২০২১ সালেই ৪২ টি বাঘের মৃত্যু হয়েছে। আর ২০২২ সালে ৩২টি বাঘের মৃত্যু হয়েছে।



Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930