ভাদুলে ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল
দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটলো বাঁকুড়া সদর থানার ভাদুল এলাকার। আজ বেলা বারোটা নাগাদ স্থানীয় রাজেশ চ্যাটার্জীর খামারের থাকা একটি ধান পালুইয়ে ও একটি খড় পালুইয়ে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
খবর দেওয়া হয় দমকলে। কিন্তু স্থানীয়দের তরফ থেকে অভিযোগ করা হয় যে, দু’ঘণ্টা পার হয়ে গেলেও দমকল বাহিনীর কোনো দেখা মেলেনি। পরে স্থানীয় মানুষজন নিজেরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে স্থানীয়দের প্রচেষ্টা বিফলে যায়। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা জানান, “পুকুরের পাশে থাকা শুকনো পাতায় কোনোক্রমে আগুন লেগে আগুন ছড়িয়ে পড়েছে। স্থানীয় মানুষজন আগুন নিয়ন্ত্রণে আনতে হাত লাগালেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে স্থানীয়দের সহায়তায় পুরোপুরি ভাবে ভয়াবহ আকার নেয়নি এই অগ্নিকাণ্ড”। আর এই অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে এলাকাময় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।