অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সাত সকালবেলাই কলকাতার নিউ আলিপুরের একটি রঙের গুদামে বিধ্বংসী আগুন লাগল। রাসায়নিক দ্রব্য থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় চারিদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। অগ্নিকাণ্ডের জেরে গোটা এলাকায় তীব্র ভয়াবহতা ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের কিছুক্ষণের মধ্যে গুদামের একটি দেওয়াল ভেঙে পড়ে। এই অগ্নিকাণ্ডের পরই দমকল বিভাগে খবর দেওয়া হয়। দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে সাতটি ইঞ্জিন নিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল সূত্র মারফত খবর, আশপাশে বস্তিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় দমকলকর্মীরা তড়িঘড়ি আশপাশের বাড়িগুলি খালি করে দেন।
অন্যদিকে গুদামের দরজা বন্ধ থাকায় প্রথম দিকে এই আগুন নেভাতে বেশ কিছুটা সমস্যা হয়। এর পাশাপাশি কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান।