নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ ওড়িশার গঞ্জাম জেলায় পালক মা-বাবার অত্যাচার সহ্য করতে না পেরে ১২ বছর বয়সী এক কিশোর বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। ওই দম্পতি কিশোরকে দত্তক নেওয়ার পর থেকেই কাজের লোকের মতো খাটাতেন। এমনকি ঝাঁটা ও লোহার রড দিয়ে মারধর করা হত বলে অভিযোগ উঠেছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, অভিযুক্ত দম্পতি নিঃসন্তান ছিলেন। কিশোরটির বাড়ি ওড়িশার জাজপুরে। গত বছর মা-বাবার মৃত্যু হওয়ায় ওই দম্পতি কিশোরটিকে আইনী ভাবে গত বছরের ২২ শে মার্চ দত্তক নেন।
গত দু’সপ্তাহ আগে ট্র্যাফিক পুলিশের এক কর্মী ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করতেই গোটা ঘটনার কথা জানা যায়। এরপর ওই কিশোরকে গঞ্জাম জেলা শিশু সুরক্ষা কমিটির হাতে তুলে দেওয়া হয়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, গত দু’সপ্তাহ ধরে ওই কিশোর বাড়িতে না থাকলেও থানায় অভিযুক্ত দম্পতি কোনো নিখোঁজ ডায়েরি করেননি।
জাজপুরের শিশু সুরক্ষা কমিটির এক জন আধিকারিক তপনকুমার পাণ্ডা জানান, ‘‘এই ঘটনায় গঞ্জামে তাদের কমিটির থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু অভিযুক্তদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না বলে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব হচ্ছে না।’’