নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ গতকাল ওড়িশার জগতসিংপুরে প্রজাতন্ত্র দিবসের পতাকা নামানোর সময় তড়িদাহত হয়ে মৃত্যু হলো ১ জন কিশোরের। মৃত কিশোরের নাম ওমপ্রকাশ দ্বিবেদী। দশম শ্রেণীর ছাত্র। বাড়ি কেন্দ্রাপাড়া এলাকায়। কিন্তু পড়াশোনার জন্য নিজের জগতসিংপুরে মামারবাড়িতে থাকত। তবে ওমপ্রকাশের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, ওমপ্রকাশ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কোচিং সেন্টারে পতাকা তুলেছিল। ওই পতাকা লোহার পাইপের মাথায় আটকানো হয়েছিল। এরপর সন্ধ্যেবেলায় ওমপ্রকাশ সেই পতাকা নামাতে গেলে বিদ্যুৎের শক লাগতেই নীচে লুটিয়ে পড়ে। তারপর দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লোহার পাইপে আটকানো পতাকা নামাতে গিয়ে অসাবধানতাবশত পাইপটি বিদ্যুৎয়ের হাইটেনশন তারে গিয়ে লাগতেই শক লাগে।

এই ঘটনায় পুলিশ ওই কোচিং সেন্টারের মালিক অশ্বিনীকুমার নন্দকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আর মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে, এই দুর্ঘটনা ঘটেছে কিভাবে তাও তদন্ত করে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here









