নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে ইতিমধ্যে নেটদুনিয়ায় শোরগোল পড়ে গেছে। ঘটনাটি কর্ণাটকের দেবানাগিরী জেলার চেন্নাগিরী তালুকের নেল্লারু সরকারী উচ্চ বিদ্যালয়ের ঘটনা।
ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, প্রকাশ নামের একজন শিক্ষক দশম শ্রেণীর ছাত্রদের হিন্দি পড়ানোর সময় কয়েকজন ছাত্র ওই শিক্ষকের পিছন দিকে ছোটো একটি ডাস্টবিন নিয়ে আসে।
এর মধ্যে আচমকা একজন ছাত্র এসে শিক্ষকের মাথার উপর ওই ডাস্টবিনের আবজর্নার স্তূপ উপুড় করে ঢেলে দিয়েছে। যা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এরপর শিক্ষক তড়িঘড়ি সেই নোংরা আবর্জনা পরিষ্কার করতে করতে সেই ছাত্ররা নিজেদের সিটে গিয়ে বসে পড়ে। কিন্তু ওই শিক্ষকটি এই ঘটনার কোনো প্রতিবাদ করেননি।
সূত্রের ভিত্তিতে জানা গেছে যে, কিছুদিন পর ওই শিক্ষক অবসর নিয়ে নেবেন। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই এলাকার বিধায়ক বিদ্যালয় এসে ঘটনাটির বিশদে খোঁজখবর নেন।
যে শিক্ষক সমাজের একজন কাণ্ডারী, যার শিক্ষায় সমগ্র জগৎ জ্ঞানের আলোর সন্ধান পায় আর সেই শিক্ষককে এ হেন অপমান চরম নিন্দাজনক ও অপ্রীতিকর একটি ঘটনা।