নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ গতকাল কাশ্মীরের রাজধানী শ্রীনগরে নিরাপত্তাবাহিনীর বাসে দুই জন জঙ্গি হামলার ঘটনায় নিহত হয়েছেন তিন জন জওয়ান। আর আহত হয়েছেন আরো ১৪ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, পান্থচকের অদূরে জম্মু ও কাশ্মীরের পুলিশের ক্যাম্পের কাছেই জওয়ানদের কনভয়ের একটি বাসের ছাদে উঠে রাইফেল থেকে গুলিবর্ষণ করে। এরপর দ্রুত নিরাপত্তা বাহিনী জঙ্গিদের সন্ধানে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে।
এই এলাকায় নিরাপত্তাবাহিনীর একাধিক শিবির এবং বিভিন্ন সরকারী দপ্তর থাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। ফলে এই কড়া নিরাপত্তার বেড়াজাল উপেক্ষা করে জঙ্গিরা কিভাবে হামলা চালিয়ে পালিয়ে গেল তা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।