নিজস্ব সংবাদদাতাঃ আজ সন্ধ্যাবেলা ৬টা ১৫ মিনিটে উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্য ভূমিকম্পে কেঁপে উঠলো। এর জেরে ওই সব অঞ্চলের স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে খবর, প্রথমে হালকা একটা ঝাঁকুনি হয়। এরপর মৃদু ভূকম্পন অনুভূত হয়। মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারের দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ, শীতলকুচির পাশাপাশি আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ আসাম, ত্রিপুরা, মেঘালয় ও অরুণাচলপ্রদেশে ভূকম্পন অনুভূত হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া নেপাল, ভুটান, বাংলাদেশ, অরুণাচলপ্রদেশ এবং চিনে বিভিন্ন মাত্রায় ভূকম্পন অনুভূত হয়। কিছু কিছু জায়গায় রিখটার স্কেলে ভূকম্পন মাত্রা ৫.৩ ছিল। আর উৎসস্থল মেঘালয়েরই রেসুবেলপাড়ার আশপাশে। তবে কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here