রায়া দাসঃ কলকাতাঃ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চাকরী পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন হাজার হাজার চাকরীপ্রার্থী। কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রচুর গড়মিল থাকায় প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশের পর এবার বেতনের বিলেও স্থগিতাদেশ জারি করা হলো। এর ফলে নতুন করে সমস্যার সম্মুখীন হলেন উত্তীর্ণ চাকরীপ্রার্থীরা।
প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাথমিকে শিক্ষক নিয়োগের ঘোষণার পর প্রাইমারী এডুকেশন বোর্ড গত বছর ডিসেম্বর মাসের শেষের দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এরপর চলতি বছর গত ১০ ই জানুয়ারী থেকে ১৭ ই জানুয়ারী পর্যন্ত ইন্টারভিউ হয়। আর গত ১৬ ই ফেব্রুয়ারী প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকায় ১৫২৮৪ জনের নাম প্রকাশিত হয়েছিল। তাদের মধ্যে আবার অনেকে কাউন্সেলিংয়ের জন্য ডাক পাওয়ার অপেক্ষায় ছিলেন। আবার অনেকেই নিয়োগপত্র পেয়ে বিদ্যালয়ে যোগ দিয়েও ফেলেছিলেন।
কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা সহ যোগ্য প্রার্থীদের মেধাতালিকা প্রকাশ না করা অভিযোগে চাকরীপ্রার্থীরা আদালতের দ্বারস্থ হওয়ায় কলকাতা হাইকোর্ট গোটা প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছে। এমনকি জেলায় জেলায় ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে স্কুল ইন্সপেক্টরদের নতুন নির্দেশিকা পাঠানো হল। তাতে জানানো হয়েছে, ২০১৪ সালে টেটের নিয়োগের ক্ষেত্রে বেতনের বিল পাঠানো স্থগিত রাখতে হবে।
তবে সূত্রের খবর অনুযায়ী জানা যায় যে, প্রাইমারী এডুকেশন বোর্ডের তরফ থেকে কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাওয়ার সম্ভাবনা রয়েছে।