IBRAD Institution এ World Environment Day উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ আলোচনা সভা

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ IBRAD Institution এর চেয়ারম্যান তথা অধ্যাপক S.B.Roy বিশ্ব পরিবেশ দিবসে তাঁর কিছু নতুন উদ্যোগ তুলে ধরেছেন। প্রথমত, IBRAD Urban Park Ecosystem, যেখানে গাছ লাগানো হবে, পরিবেশ তৈরী হবে। আর তাতে মানুষের স্বাস্থ্য, পরিবেশের স্বাস্থ্য ও জীবজন্তুর স্বাস্থ্য ভালো থাকবে। যা ত্রিভুজের মতো পরস্পর নির্ভরশীল অর্থাৎ One Health.

এছাড়া তিনি জানান, “পরিবেশগত স্বাস্থ্যের অবক্ষয়ের কারণে ভাইরাল রোগ, Covid-19 ও বিভিন্ন Zoonoses রোগ হচ্ছে। ফলে কোনো Antibiotic কাজ করছে না। তবে IBRAD Urban Park স্বাস্থ্যকর পরিবেশ, সবুজ স্থান, শারীরিক ক্রিয়াকলাপ, সামাজিক মিথস্ক্রিয়া এবং মানসিক সুস্থতার সুযোগ তৈরীতে সহায়তা করে। আর টেকসই নগর পার্কের বাস্তুতন্ত্র প্রচারের মাধ্যমে, IBRAD এর উদ্যোগটি নিরাপদ পরিবেশের জন্য সচেতনতা তৈরীতে যথেষ্ট অবদান রাখতে পারে ও One Health System কে কার্যকর করে তুলতে পারে।

পাশাপাশি এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে Indian Institute of Bio-Social Research and Development এর অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, সাংসদ তথা রাজ্যসভার সদস্যা দোলা সেন, কাউন্সিলর আশুতোষ নন্দী, নিউটাউন Smart City র CEO Meghna Paul, ভারত সরকারের প্রাক্তন সেক্রেটারী কল্যাণ কুমার চক্রবর্তী সহ প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930