নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের হামিরপুরের পাহাড়ি বীর গ্রামে পেনসিলের খোসা গলায় আটকে মৃত্যু হয়েছে ৬ বছর বয়সী এক শিশুর। মৃত শিশুর নাম আর্তিকা। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্রের ভিত্তিতে জানা যায়, আর্তিকা ভাই-বোনদের সঙ্গে বাড়ির ছাদে বসে পড়াশোনা করতে বসে লেখার সময় দেখে পেনসিলের মুখ ছোটো হয়ে গিয়েছে। তাই খেলার ছলে মুখের মধ্যে পেনসিল ছোটো করার কল দাঁতে চেপে পেনসিলের খোসা ছাড়াতে শুরু করে। এরপর হঠাৎ কল থেকে খোলাগুলি বেরিয়ে গলায় গিয়ে শ্বাসনালীতে আটকে যায়।
এর জেরে সে শ্বাস না নিতে পারায় ভাই-বোনরা চিৎকার করে মা-বাবাকে ডেকে দ্রুত স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, “নিশ্বাস না নিতে পেরে দম আটকে মৃত্যু হয়েছে।” তারপর চিকিৎসকরা আর্তিকার মা-বাবাকে ময়নাতদন্ত করার কথা বললেও তারা ময়নাতদন্ত করাতে রাজি না হয়ে মৃতদেহ নিয়ে বাড়ি ফিরে যান।