চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল সন্ধ্যাবেলা ইকো পার্ক থানা এলাকার চিনার পার্কের একটি আবাসনের বারান্দার গ্রিল থেকে পড়ে মৃত্যু হলো ২ বছর বয়সী এক শিশুর। এই ঘটনায় সমগ্র পরিবার একেবারে শোকস্তব্ধ হয়ে পড়েছেন। মৃত শিশুটির নাম সুস্মিত বিশ্বাস।
জানা গিয়েছে, প্রায় ছয় মাস আগে ওই আবাসনের ছয় নম্বর ব্লকের ছয় তলার ফ্ল্যাট কিনেছেন। এই ঘটনার সময়ে সুস্মিতের মা রান্না করছিলেন। বাবাও বাড়িতে ছিলেন না। আর তখনই সে বারান্দার রেলিং টপকে পড়ে যায়। এরপর তড়িঘড়ি একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, আবাসনের পুরো বারান্দা গ্রিল দিয়ে ঘেরা ছিল না। বারান্দার অর্ধেক অংশে গ্রিল ছিল। ফলে সুস্মিত গ্রিল বেয়ে উপরে উঠতে গিয়ে রেলিং টপকে নীচে পড়ে গিয়েছে। এই ঘটনায় গোটা এলাকা একেবারে স্তম্ভিত।