অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ফের গরমের জেরে অস্বস্তির শিকার হচ্ছিল রাজ্যবাসী। এর মধ্যেই রাজ্যে আবারও বৃষ্টির পূর্বাভাস। আজ থেকে আগামী সোমবার অবধি উত্তর-দক্ষিণের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, পূর্ব বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত ও মহারাষ্ট্র থেকে তামিলনাড়ু অবধি থাকা নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যে বৃষ্টি হতে পারে। এদিন দক্ষিণের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়া ৪০ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
কিন্তু কলকাতা, হাওড়া, হুগলী, বাঁকুড়া, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দক্ষিণের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে আগামী শনিবার, রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ কিলোমিটার থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
অন্যদিকে এদিন উত্তরবঙ্গের আট জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু আগামীকাল কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। আর শনিবার দার্জিলিং, কালিম্পঙ এবং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। তবে রবিবার ও সোমবার উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি ৪০ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।