Indian Prime Time
True News only ....

অ্যাথলিটের রহস্যজনক মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে পুলিশী তদন্ত

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানাঃ হরিয়ানার ফরিদাবাদ জেলায় ১৬ বছর বয়সী প্রিয়াংশু নামে এক জন তরুণ অ্যাথলিটকে ছুরি মেরে খুন করার অভিযোগ উঠলো। মাত্র ১৬ বছর বয়সেই প্রিয়াংশু ২০০ টির বেশী পদক লাভ করেছে।

জানা গিয়েছে, গতকাল প্রিয়াংশু সেক্টর ১২ তে একটি স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলনের পরে বাড়ি ফেরার সময় সেক্টর ১২ ও সঞ্জয় কলোনীর মাঝামাঝি একটি জায়গায় তার উপর হামলা হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রিয়াংশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
প্রিয়াংশুর শরীরে অনেকগুলি আঘাতের চিহ্ন পাওয়ায় প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে তার উপর বেশ কয়েক জন মিলে হামলা করেছিল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ স্পষ্ট ভাবে জানা যাবে। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, অল্প বয়স থেকেই প্রিয়াংশুর ফরিদাবাদ ও তার আশপাশের এলাকায় ভালো অ্যাথলিট হিসাবে পরিচিত ছিল। খেলায় এই সাফল্যের জন্যই প্রতিহিংসার বশে এই হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সুতরাং পুলিশ এই ঘটনার তদন্ত করে অবিলম্বে দোষীদের কঠিন শাস্তি দেওয়ার দাবী জানানো হয়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি ওই ঘটনাস্থলের আশপাশে কোনো সিসিটিভি রয়েছে কি না তাও খতিয়ে দেখছেন। এমনকি এলাকাবাসীদেরও জিজ্ঞাসাবাদ করে হামলাকারীদের সন্ধান চালানো হচ্ছে।

এই ঘটনায় এলাকাবাসীরা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানান, “যদি পুলিশ ঠিক ভাবে এলাকায় টহল দিত তা হলে এই ধরনের ঘটনা হয়তো ঘটতো না। যদিও প্রিয়াংশুর খুনের ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored