নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানাঃ হরিয়ানার ফরিদাবাদ জেলায় ১৬ বছর বয়সী প্রিয়াংশু নামে এক জন তরুণ অ্যাথলিটকে ছুরি মেরে খুন করার অভিযোগ উঠলো। মাত্র ১৬ বছর বয়সেই প্রিয়াংশু ২০০ টির বেশী পদক লাভ করেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, অল্প বয়স থেকেই প্রিয়াংশুর ফরিদাবাদ ও তার আশপাশের এলাকায় ভালো অ্যাথলিট হিসাবে পরিচিত ছিল। খেলায় এই সাফল্যের জন্যই প্রতিহিংসার বশে এই হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সুতরাং পুলিশ এই ঘটনার তদন্ত করে অবিলম্বে দোষীদের কঠিন শাস্তি দেওয়ার দাবী জানানো হয়েছে।
পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি ওই ঘটনাস্থলের আশপাশে কোনো সিসিটিভি রয়েছে কি না তাও খতিয়ে দেখছেন। এমনকি এলাকাবাসীদেরও জিজ্ঞাসাবাদ করে হামলাকারীদের সন্ধান চালানো হচ্ছে।
এই ঘটনায় এলাকাবাসীরা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানান, “যদি পুলিশ ঠিক ভাবে এলাকায় টহল দিত তা হলে এই ধরনের ঘটনা হয়তো ঘটতো না। যদিও প্রিয়াংশুর খুনের ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।