চয়ন রায়ঃ কলকাতাঃ আজ বিকেলবেলা কলকাতা সহ হাওড়া, হুগলী, নদীয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণায় ঝড়-বৃষ্টি হয়েছে। শহরে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৮৪ কিলোমিটার ছিল। এই ঝড়ে শহরের বিভিন্ন জায়গায় গাছের ডাল ভেঙে পড়েছে। এছাড়া মা উড়ালপুলের উপর ল্যাম্পপোস্ট উপড়ে পড়েছে। সাউথ সিটি মলের সামনে ট্রাফিক সিগন্যাল ভেঙে ঝুলে পড়েছে।
অন্যদিকে আলিপুর, দক্ষিণ চব্বিশ পরগণার জেলাশাসকের দপ্তরে একটি গাড়ির উপর গাছ ভেঙে পড়ে গাড়ির চালক সহ দুই জন আহত হয়েছেন। এর মধ্যে এক জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আবার ভিক্টোরিয়া এবং রেড রোডের মাঝে একটি গাড়ির উপর গাছ ভেঙে পড়ে। তবে গাড়িতে থাকা এক জন মহিলা ও শিশু নিরাপদে গাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এইসবের কারণে শহরে যানজট তৈরী হয়েছে। আবার শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় নিত্যযাত্রীরা বিপাকে পড়েছেন। পাশাপাশি ঝড়-বৃষ্টির কারণে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচী বাতিল হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
তাছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানের ভাতার বাজারে রোড শো শেষ করে মঙ্গলকোটের নতুনহাটের সভাস্থলে যাওয়ার সময় রাস্তায় গাছ এবং তোরণ ভেঙে পড়ায় তাঁর কনভয় আটকে পড়ে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন উত্তর-পশ্চিম থেকে ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে। আর দমদমে ৬টা নাগাদ ঘণ্টায় ৬২ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereড