নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানাঃ গত আট বছর থেকে তেলঙ্গানার পেদাপল্লী জেলায় ব্রিজ তৈরীর কাজ চলছিল৷ কিন্তু সোমবার রাতে আচমকা নির্মাণকার্য চলাকালীন সেতুর বেশ কিছুটা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে।
স্থানীয়দের দাবী, “সেতুর দু’টি স্তম্ভের উপর পাঁচটি কংক্রিটের পাত ছিল। তবে সজোরে হাওয়া দেওয়ায় দু’টি পাত ভেঙে এই কাণ্ড ঘটেছে। যদিও অল্পের জন্য বেশ কয়েকজন মানুষ প্রাণে বাঁচেন। কারণ তখন ৬৫ জন বরযাত্রীকে নিয়ে একটি বিয়ে বাড়ির বাস সেতুর সামনে দিয়ে যাচ্ছিল। আর বাসটি চলে যাওয়ার এক মিনিট পরেই সেতুটি ভেঙে পড়ে।”
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, ২০১৬ সালে এই ব্রিজ তৈরীর জন্য মোট ৪৯ কোটি টাকা বরাদ্দ করা হয়। সেতুটির নির্মাণ এক বছরের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেসময় সরকার টাকা না দেওয়ায় এক বছরের মধ্যে ঠিকাদাররা নির্মাণের কাজ বন্ধ করে দেন।
Sponsored Ads
Display Your Ads Here