অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আবার মৌসম ভবন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সতর্কতা দিল। ভারতীয় আবহাওয়া বিভাগ (ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি) জানিয়েছে, ‘‘আজ দক্ষিণ আন্দামান ও নিকোবরে বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সন্নিহিত এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরীর সম্ভাবনা রয়েছে। আর ওই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।’’ সৌদি আরব এই ঘূর্ণিঝড়ের নাম ‘ফেনজল’ দিয়েছে।
বস্তুত, গত ২৪ ঘণ্টায় বাতাসের গতি ও সমুদ্রের পরিস্থিতির নির্ভর করে ঘূর্ণিঝড়ের শক্তি বেড়েছে। আগামী শনিবার বা রবিবার এই ঘূর্ণিঝড় মূল ভারতীয় ভূখণ্ডের উপকূলে পৌঁছাতে পারে। সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ ভারতে বঙ্গোপসাগরের উপকূলবর্তী দুই রাজ্য অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে এর প্রভাব পড়তে পারে। পাশাপাশি শ্রীলঙ্কার উত্তর উপকূলেও প্রভাব পড়তে পারে।
তবে এখনো অবধি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের সুনির্দিষ্ট গতিপথ, তীব্রতা ও ক্ষয়-ক্ষতি সম্পর্কিত কোনো পূর্বাভাস জানানো হয়নি। প্রসঙ্গত, অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন অঞ্চলে সৃষ্ট ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় ‘ডেনা’-তে পরিণত হয়েছিল।