Indian Prime Time
True News only ....

এবার মানবদেহে ধরা পড়ল বার্ড ফ্লুর নয়া প্রজাতি

- sponsored -

- sponsored -

- Slide Ad -

ব্যুরো নিউজঃ চীনঃ চীনে প্রথম মানবদেহে অ্যাভিয়ন ফ্লুর এইচ৩এন৮ প্রজাতির সংক্রমণ ধরা পড়েছে। এতে চার জন শিশু সংক্রমিত হয়েছেন। তবে চীনের স্বাস্থ্য মন্ত্রকের দাবী করেছে, এই ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটাই কম। কিন্তু এই বিষয়ে প্রশাসন কোনোরকম ঝুঁকি নিতে চাইছে না।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, মধ্য হেনান প্রদেশে চার বছরের একটি শিশু জ্বরে আক্রান্ত হয়। শারীরিক পরীক্ষার পর জানা যায়, শিশুটি অ্যাভিয়ান ফ্লুতে আক্রান্ত। জ্বর ও অন্যান্য উপসর্গ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানা গিয়েছে, ওই শিশুর বাড়িতে হাঁস-মুরগীর খামার রয়েছে। সেখান থেকেই সরাসরি সংক্রমণ হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ফ্লুর এই প্রজাতির দ্রুত সংক্রমণের দৃষ্টান্ত নেই। স্বাস্থ্য কমিশন পরামর্শ দিয়েছে যে, মৃত ও অসুস্থ পাখির কাছে যেন নাগরিকরা না যান। যদি কোনোরকম উপসর্গ ধরা পড়ে তা হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করাতে হবে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

বার্ড ফ্লু সাধারণত পাখি এবং হাঁস বা মুরগীর হয়। মানবদেহে এই ফ্লুর সংক্রমণের ঘটনা খুবই বিরল। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০০২ সালে উত্তর আমেরিকায় বুনো হাঁসের দেহে এই প্রজাতির সংক্রমণ ধরা পড়ে। ঘোড়া, কুকুর ও সিল মাছের দেহেও এই ভাইরাস পাওয়া যায়।  

২০১২ সালে আমেরিকার উত্তর-পূর্ব উপকূলে ১৬০ টি সিল মাছের মৃত্যু হয়েছিল। তখন দাবী করা হয় যে, এইচ৩এন৮-এর সংক্রমণেই সিল মছাগুলির মৃত্যু হয়। ১৯৯৭ সাল এবং ২০১৩ সালে বার্ড ফ্লুর দু’টি প্রজাতি এইচ৫এন১ ও এইচ৭এন৯ সংক্রমণ ছড়িয়েছিল।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored