নিজস্ব সংবাদদাতাঃ লখনউঃ নারী নির্যাতনে উত্তরপ্রদেশের নাম বার বার শিরোনামে উঠে আসে। এবার রাজধানী লখনউতে টিউশন থেকে বাড়ি ফেরার পথে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে অটোচালক ও তার সঙ্গীদের বিরুদ্ধে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, নাবালিকাটি টিউশন থেকে বাড়ি ফেরার পথে একটি অটোয় ওঠে। এরপর অটোটি কিছুটা যাওয়ার পর রাস্তা বদলে অন্য রাস্তায় যেতে সে চিৎকার শুরু করে। তারপর একটা নির্জন জায়গায় গিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে ওই নাবালিকাকে গণধর্ষণ করে মাথায় আঘাত করা হয়। আর ঘটনার সময় ফোনটাও কেড়ে নেওয়া হয়।
ধর্ষণের পর অভিযুক্তরা পুলিশের একটি গাড়ি দেখতে পেয়ে ওই নাবালিকাকে অটো থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপরই সে পুলিশের দ্বারস্থ হলে পুলিশকর্মীরাই বাড়ি পৌঁছে দেন। আর পরের দিন ওই নাবালিকার পরিবারের তরফ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়।
এই ঘটনায় পুলিশ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে অভিযুক্তদের চিহ্নিত করে তল্লাশি অভিযান শুরু করেছেন। অন্যদিকে, এই ঘটনায় এক জন পুলিশ আধিকারিককে দ্রুত পদক্ষেপ না করার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। তবে বর্তমানে ওই নাবালিকার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।