নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ পৌষমেলা করার দাবী তুলে আজ দিনভর শান্তিনিকেতনে আন্দোলন চললো। আর হাতে ‘পৌষমেলা বাঁচাও কমিটি’ লেখা একটি হোর্ডিংও ছিল। বাংলা সংস্কৃতি মঞ্চ, বোলপুরের ব্যবসায়ী সমিতি ও হস্তশিল্প সমিতির সদস্যদের লাগাতার প্রতিবাদকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
প্রসঙ্গত, গতকালই শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্মসমিতির বৈঠকের পর জানিয়ে দেয়, ‘‘ইচ্ছা থাকলেও চলতি বছর সময়ের অভাব ও অনলাইন সংক্রান্ত কাজের জটিলতার জন্য পৌষমেলার আয়োজন করা যাচ্ছে না।’’ এরপর এদিন বোলপুর ব্যবসায়ী সমিতি এবং কবিগুরু হস্তশিল্প মার্কেটের লোকজন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সাথে কথা বলতে চান।
কিন্তু বলাকা গেটের নিরাপত্তারক্ষীরা বাধা দিলে নিরাপত্তারক্ষীদের সাথে ধস্তাধস্তি হয়। এছাড়া সেন্ট্রাল অফিসের সামনেও বিক্ষোভ চালানো হয়। তারপর দুপুরবেলা বিক্ষোভকারীরা শান্তিনিকেতনের কেন্দ্রীয় কার্যালয়ের গেটের তালা ভেঙে জোর করে প্রবেশ করেন। বিক্ষোভকারীদের দাবী, ‘‘শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠেই পৌষমেলা করতে হবে।’’