পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ দুপুরবেলা দক্ষিণ চব্বিশ পরগণার কুলতলি ব্লকের কুন্দখালি গোদাবর অঞ্চলের কীর্তনখোলায় শিশুশিক্ষা কেন্দ্রের সামনে সব্জিবোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হলো ১৩ বছর বয়সী ১ জন স্কুল পড়ুয়ার। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতের নাম ফিরদৌস শেখ।
এই ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা ফিরদৌসকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এরপর ছাত্র মৃত্যুর প্রতিবাদের কারণে এলাকাবাসীরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করলেন। এলাকাবাসীদের দাবী, “বেপরোয়া গতির কারণেই এই ধরণের দুর্ঘটনা ঘটে থাকে।” কুলতলি থানার আইসি সহ পুলিশ বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
আর বিদ্যালয় চলাকালীন রাস্তায় দু’জন করে সিভিক ভলান্টিয়ার মোতায়েনের আশ্বাস দেন। পাশাপাশি গাড়ির চালক সহ ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। কিন্তু উত্তেজনার প্রশমন হয়নি। কারণ এলাকাবাসীদের আরো অভিযোগ যে, “কোনো দুর্ঘটনা ঘটলে প্রশাসন নড়েচড়ে বসে। কিন্তু দু’দিন কাটতে কাটতে না কাটতে আবার সেই অনিয়ম শুরু হয়।” তবে পুলিশী আশ্বাসে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।