নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ গতকাল হাওড়া-টাটা স্টিল এক্সপ্রেস চালু ও দূরপাল্লার তিনটি ট্রেনের স্টপ বহাল রাখার দাবীতে ঝাড়গ্রাম স্টেশন চত্বরে লাগাতার রিলে অনশন শুরু করলো ‘আমরা ঝাড়গ্রামবাসী’ নামে একটি মঞ্চ।
যতক্ষণ অবধি রেলের তরফে সদর্থক পদক্ষেপ না হচ্ছে ততক্ষণ অনশন চালানোর দাবী জানান। মঞ্চের আহ্বায়ক পেশায় শিক্ষক তমাল চক্রবর্তী বলছেন, “গত ছ’মাসে এখানে তিনটি ট্রেন থামায় স্থানীয় যাত্রীরা ভীষণ উপকৃত হয়েছিলেন। যাত্রী সংখ্যাও ভালো হচ্ছিল।
দীর্ঘদিন থেকে ঝাড়গ্রামের লাইফ লাইন স্টিল এক্সপ্রেসও বন্ধ। সাধারণ মানুষকে নিয়ে এই গিনিপিগ খেলা বন্ধ হওয়া উচিত। ফের স্টপ না দেওয়া পর্যন্ত এই কর্মসূচী চলবে”।
প্রসঙ্গত বিধানসভা ভোটের আগে দিল্লি, পুরী ও মুম্বইগামী সাবেক হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস, পুরী-নয়াদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস এবং পুরী-আনন্দবিহার নীলাচল এক্সপ্রেস পরীক্ষামূলকভাবে ঝাড়গ্রামে স্টপ দেওয়া শুরু হয়।
কিন্তু রেল কর্তৃপক্ষ জুলাইয়ের শেষ সপ্তাহে এই তিনটি দূরপাল্লার সুপার ফার্স্ট ট্রেন ঝাড়গ্রাম থেকে আসন সংরক্ষণের ব্যবস্থা প্রত্যাহার করে নেয়। ফলে নিত্যযাত্রীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছেন।