নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি থেকে সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছে। এমনকি এই বিপুল টাকা উদ্ধার হওয়ার পর টাকা গোনার যন্ত্রও নিয়ে আসা হয়েছে।
প্রসঙ্গত, আজ সকালবেলা থেকেই জাফিকুল ইসলামের বাড়িতে তল্লাশি শুরু হয়। এদিকে বিধানসভার অধিবেশন চলার কারণে বর্তমানে তিনি কলকাতায় রয়েছেন। কিন্তু তল্লাশি শুরুর কিছুক্ষণ পরেই সিবিআই আধিকারিকরা জাফিকুল ইসলামের গ্যারাজের পিছন দিক থেকে দু’টি ব্যাগ উদ্ধার করেছেন। তাতে নথি ভর্তি রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর দুপুর নাগাদ শৌচাগার ও শোয়ার ঘরের বাঙ্ক থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে। কত টাকা রয়েছে তা জানার জন্য ইতিমধ্যে টাকা গোনার যন্ত্র নিয়ে আসা হয়েছে। তবে এত বিপুল পরিমাণ নগদ টাকা বাড়িতে রাখা হয়েছিল কেন তা নিয়ে এখনো অবধি জাফিকুল ইসলাম স্পষ্ট ভাবে কিছু জানাননি।
Sponsored Ads
Display Your Ads Here