দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ মানবিকতা এখনো হারিয়ে যায়নি। আর সেই চিত্রটি এবার ধরা পড়লো বাঁকুড়ার বিষ্ণুপুরে।
এক অচৈতন্য ভবঘুরেকে হাসপাতালে পৌঁছে দিল বিষ্ণুপুরের যুবক-যুবতীরা। কেউ বলে ভবঘুরে, আবার কেউ বলে পাগল। আর এই পরিচয় নিয়ে বিষ্ণুপুরের রাস্তায় ঘুরে বেড়ায় একজন আপনভোলা মানুষ। এভাবেই এটা ওটা খেয়ে কেটে যায় দিন। কিন্তু আজ এই মানুষটিকে বিষ্ণুপুর MIT মোড় সংলগ্ন একটি রাস্তার পাশে বেহুঁশ হয়ে পড়ে থাকতে দেখা গেল।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=Ok0lcFvrTH4
আজ সকাল থেকেই তাকে কাপড় চাদর মুড়ি দিয়ে জ্ঞানহীনভাবে বেমালুম রাস্তার ধারে ওই এক জায়গায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী ও পথচারীরা। তবে কেউ একবারও এগিয়ে আসেনি। অবশেষে বেলা বাড়লে বিষ্ণুপুরের কিছু সহৃদ যুবক-যুবতী কাছে গিয়ে দেখেন মৃতপ্রায় অবস্থায় পড়ে রয়েছে ভবঘুরে মানুষটি। এরপর তাকে তারা সেখান থেকে তুলে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় এবং তার চিকিৎসার ব্যবস্থা করেন।
Sponsored Ads
Display Your Ads Hereআর এটা দেখে বোঝাই যায়, মানবিকতা জিনিসটা এখনো পৃথিবী থেকে সম্পূর্ণ ভাবে মুছে যায়নি। তা এখনো পৃথিবীতে বেঁচে রয়েছে কিছু মানুষের মধ্যে।