নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিঃ চা খেতে চাইলে দেরী হবে বলায় চা বিক্রেতার উপর গুলি চালালো একদল কিশোর। কিন্তু ওই চা বিক্রেতা কোনোক্রমে প্রাণে রক্ষা পেয়েছেন। দক্ষিণ-পশ্চিম দিল্লির সফদরজং এনক্লেভে এই ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোরবেলা প্রায় ৪ টের সময় চা বিক্রেতা রামকিষাণ সবে মাত্র দোকান খুলেছেন। এমন সময় নেশাগ্রস্ত তিন জন যুবক এসে চা-বিস্কুট খেতে চায়। রামকিষাণবাবু ওই তিন জন যুবককে একটু অপেক্ষা করতে বলে জানান, দোকানে সব কিছু গুছিয়ে বসতে কিছুটা সময় লাগবে। এরপর ওই তিন জন যুবক একটু দূরে গিয়ে ধূমপান করতে থাকে।
Sponsored Ads
Display Your Ads Here
কিছুক্ষণ পরে ওই তিন জন যুবক চা বিক্রেতাকে উদ্দেশ্য করে কটূ মন্তব্য করে। এরপর কথাকাটাকাটি শুরু হলে তা হাতাহাতি অবধি গড়ায়। তারপর রামকিষাণকে লক্ষ্য করে গুলি চালালে রামকিষাণের পায়ে গুলি লাগে। এরপর তাকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে আপাতত সেখানেই চিকিত্সাধীন রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
দিল্লি পুলিশের পদস্থ কর্তা গৌরব শর্মা বলেছেন, “ওই তিন জন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আমরা মামলা দায়ের করেছি। বাকি এক জনের সন্ধান চলছে। তবে যে পিস্তল থেকে গুলি করা হয়েছে সেটির হদিশ পাওয়া যায়নি”।
Sponsored Ads
Display Your Ads Here