নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ কোচবিহারের রাজারহাট রেল ব্রিজ এলাকায় দিদার বাড়িতে এসে নদীতে তলিয়ে গেল ৭ বছরের এক ছোট্ট শিশু। ওই শিশুটির নাম আরমান মিয়াঁ। ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা ১ টা নাগাদ আরমান দিদার সাথে নদীতে স্নান করতে গিয়েছিল। এরপর স্নান শেষে নদী থেকে উঠেও পড়েছিল। কিন্তু আবারও নদীতে নামতে গেলে ওই শিশুটি নদীতে তলিয়ে যায়। পরে পাশে থাকা অপর শিশুটি চিত্কার করলেও কেউ তার চিত্কার শুনতে না পাওয়ায় অতঃপর নদীতে তলিয়ে গেলো।

- Sponsored -
পরে আরমানকে না পেয়ে হন্যে হয়ে খোঁজা খুঁজি করলেও ওই শিশুটিকে পাওয়া যায়নি। এরপর আজ আবারও বিডিও, প্রধান, পঞ্চায়েত ও পুলিশ প্রশাসনের সহযোগীতায় নদীতে ডুবুরী নামিয়ে তল্লাশি শুরু করা হলেও এখনো আরমানকে খুঁজে পাওয়া যায়নি।
এদিন মধুপুর গ্রাম পঞ্চায়েত প্রধান যোগেশ বর্মণ বলেন, “এভাবে তলিয়ে যাওয়া সত্যিই খুব দুঃখের বিষয়। বিডিও এবং পুলিশ প্রশাসন সহ সকলে ওই শিশুটির পরিবারের পাশে থাকবে”। এই ঘটনায় সমগ্র পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।