নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ মালদা মেডিকেল কলেজের সামনে এক সদ্যোজাত শিশুর দেহ রাস্তার কুকুরের দল খুবলে খুবলে খেয়েছে। যা একেবারে নজিরবিহীন ঘটনা! হাসপাতাল চত্বরের সামনে হওয়া এই মর্মান্তিক ঘটনায় তাজ্জব প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এদিন দুপুরবেলা মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি কুকুরের দল একটি সদ্যোজাতের নীচের অর্ধেক শরীর খুবলে খেয়ে ফেলে পালিয়ে গেছে। আর রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রক্ত-মাংস পড়ে আছে। অন্যদিকে রাস্তার ধারে সদ্যোজাতের শরীরের অর্ধেক অংশ পড়ে রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
ইংরেজবাজার থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। এরপর সদ্যোজাতের খুবলানো মৃতদেহটি উদ্ধার করে মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। তবে ওই সদ্যোজাত ছেলে না মেয়ে এখনো অবধি তা জানা যায়নি। এমনকি পিতৃ বা মাতৃপরিচয়ও জানা যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আশেপাশের এলাকায় বেশ কিছু নার্সিংহোম রয়েছে। রাতের অন্ধকারে ওই সদ্যোজাতের দেহটি কেউ বা কারা ফেলে পালিয়ে যায়। পাশাপাশি এই ধরনের ঘটনার প্রকৃত তদন্ত করে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে দিয়েছে। যদিও হাসপাতাল চত্বরগুলিতে কুকুর তাণ্ডবের নতুন ঘটনা নয়। প্রশাস্নের এই বিষয়টির দিকে কড়া নজর দেওয়া উচিত।