মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল নিউ ব্যারাকপুরে দশ বছরের কিশোরের মাথায় বঁটি ও বন্দুক ঠেকিয়ে কুড়ি লক্ষ টাকা লুট করার অভিযোগ উঠলো। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির মালিক অমিত সাহা ব্যবসার কাজে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। তখন বাড়িতে ১০ বছর বয়সী কিশোর পুত্র ও শাশুড়ি ছিলেন। আর স্ত্রী সিম্পি সাহা ছোটো ছেলেকে পড়াতে নিয়ে গিয়েছিলেন। তখনই দু’জন মুখে কাপড়ের মাস্ক পরে বাড়ির ভিতরে ঢোকে। আর কোলাপসিবল গেট খোলা থাকার সুযোগে দোতলায় উঠে ও অমিতবাবুর ছেলের মাথায় বঁটি এবং বন্দুক দেখিয়ে লুটপাট চালায়।
সিম্পি বাড়ি ফিরে ছেলেকে এই অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে পড়েন। এরপর দুষ্কৃতীরা সিম্পিকে দেখে তার সমস্ত সোনার গহনা খুলতে বাধ্য করে। তারপর তারা সেখান থেকে পালিয়ে যায়। সিম্পির দাবী, “দুষ্কৃতীরা নগদ ৫০ হাজার টাকা সহ প্রায় কুড়ি লক্ষ টাকার সম্পত্তি লুট করেছে।” এই ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।