মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ পরিকল্পনা অনুযায়ী আজ সাতসকাল থেকেই বিজেপি সন্দেশখালির বিভিন্ন জায়গা থেকে মহিলাদের নিয়ে নৌকা ও বাসে করে উত্তর চব্বিশ পরগণার বারাসাতের কাছারি ময়দানের সভাস্থলের দিকে রওনা দিয়েছে। বিজেপির লক্ষ্য, মহিলারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করে নিজেদের অভাব-অভিযোগের কথা শোনানোর সময় সেই দৃশ্যকে মুহূর্তে সারা দেশে ছড়িয়ে দেওয়া।
আরামবাগ এবং কৃষ্ণনগরের সভায় নরেন্দ্র মোদী সন্দেশখালির প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন। সেই সূত্র ধরে বারসাতে আক্রমণের মাত্রা আরো বেশী হবে বলে বিজেপি মনে করছেন। উল্লেখ্য, বারাসাতের পাশের লোকসভা কেন্দ্র হল বসিরহাট। যার অন্তর্গত সন্দেশখালি। তাই প্রধানমন্ত্রী বারাসাতে সন্দেশখালি নিয়ে আরো বেশী করে আক্রমণাত্মক হতে পারেন বিজেপি নেতৃত্ব মনে করছে। এই কারণে বিজেপি এদিনের সভাকে ‘জাতীয় কর্মসূচীর মঞ্চ’ বানানোর পরিকল্পনা নিয়েছে।
মহিলারা জানান, ‘‘আমরা প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছি। সেখানে আমাদের অভাব-অভিযোগের কথা বলবো। তৃণমূলের অত্যাচারের বিষয়টি বলবো। আরো কিছু বলার আছে, যেটা সভাতে গিয়ে প্রধানমন্ত্রীকেই বলবো। আমাদের আশা, নরেন্দ্র মোদী ব্যাপারটা দেখবেন। তাই সবাই মিলে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা আমাদের বিপদের সময় পাশে দাঁড়াননি কিন্তু নরেন্দ্র মোদী আমাদের পাশে দাঁড়িয়েছেন। এ জন্য আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতে চাই।’’