নিউজ ডেস্কঃ পাঞ্জাবঃ আজ ভোরবেলা পাঞ্জাবের তারণ জেলার ঠকরপুরা গ্রামে স্থানীয় একটি গির্জায় ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো এক দল অজ্ঞাত পরিচিত দুষ্কৃতীর বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে যে, ওই দুষ্কৃতীরা গির্জায় প্রবেশ করে ভগবান যিশু ও মেরির মূর্তি ভাঙচুর করে। এরপর গির্জার বাইরে দাঁড় করিয়ে রাখা স্থানীয় ধর্মপ্রচারকের একটি গাড়িও পুড়িয়ে দেয়। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ থেকে এই আগুন লাগানোর দৃশ্য প্রকাশ্যে এসেছে।
প্রসঙ্গত, সম্প্রতি শিখদের অন্যতম প্রধান ধর্মীয় নেতা অকাল তখ্তের জাঠেদার জ্ঞানী হরপ্রীত সিংহ জানান, “তথাকথিত খ্রিস্টান মিশনারিরা বিভিন্ন প্রতারণামূলক আচরণের মাধ্যমে শিখদের ধর্মান্তরিত করছেন। রাজ্যের সরকারের নাকের ডগায় এই সব ঘটলেও ভোটব্যাংক রক্ষার স্বার্থে কোনো দল বা সরকারের তরফে এই সব মিশনারিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।
সীমান্তবর্তী পাঞ্জাবে এই সব ধর্মীয় কার্যকলাপ চালানোর জন্য ভিন্দেশ থেকে প্রচুর পরিমাণ আর্থিক অনুদান আসছে। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে উপযুক্ত পদক্ষেপ করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।” সুতরাং ওই বক্তব্যের প্রতিক্রিয়াতেই গির্জায় এই হামলা হয়েছে কিনা এখনো অবধি তা স্পষ্ট নয়।
বেশ কিছু দিন ধরেই হরমনপ্রীত সহ অন্যান্য শিখ নেতা শিখ এবং হিন্দুদের ধর্মান্তরণ নিয়ে সরব হয়েছেন। শিখদের চরমপন্থী যোদ্ধাগোষ্ঠী নিহাঙ্গের তরফেও এই মিশনারিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার দাবী জানানো হয়েছে। তবে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছেন।