নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ ভর দুপুরবেলা আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটি পেট্রোল পাম্পে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটলো মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কাপাইচন্ডী এলাকায়। ওই পেট্রোল পাম্পের মালিক তুলসিহাটার বাসিন্দা বিনোদ গুপ্তা।
জানা গিয়েছে, তিন জন সশস্ত্র দুষ্কৃতী হঠাৎই একটি পেট্রোল পাম্পে প্রবেশ করে। এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে পাম্পের টাকা-পয়সা লুঠ করার আগেই স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। গোটা ঘটনা পেট্রল পাম্পে থাকা সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
ওই দুষ্কৃতীরা পালানোর সময় স্থানীয়দের উদ্দেশ্য চার রাউন্ড গুলিও ছুঁড়েছে বলে অভিযোগ উঠেছে। দুষ্কৃতীদের এমন ঘটনায় সমগ্র এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশবাহিনী এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। সম্প্রতি বেশ কিছুদিন আগেই হরিশ্চন্দ্রপুর এলাকায় একটি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে দুষ্কৃতীদের লুঠপাটের ঘটনার এখনো অবধি কিনারা করতে পারেনি পুলিশ। কিন্তু আজকের এই ঘটনার পর বিহার সংলগ্ন রাস্তায় পুলিশের নাকা চেকিংয়ের ব্যবস্থা করার দাবী তোলা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here