‘তৃণমূল সরকার আর্থিক ভাবে দেউলিয়া হয়ে গেছে’, জানান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ “রাজ্যে তৃণমূল সরকার আর্থিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। তৃণমূল পুর বোর্ড ব্যার্থ হবে”- এমনটাই জানালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে শঙ্কর ঘোষ বলেছেন, “কেন্দ্রের সরকার রাজ্যের সরকারকে ৭ হাজার কোটি টাকা জল জীবন মিশনের জন্য দিয়েছে। কিন্তু জলজীবন মিশনের জন্য ওই টাকার কোনো হিসেব নেই।”
অন্যদিকে বিজেপির কাউন্সিলরদের মেয়র জানিয়েছেন, “কেন্দ্রের থেকে জলের জন্য টাকা আনতে গেছে। পুর বাজেটে জল নিয়ে কোনো বাজেট পেশ করা হয়নি।” মেয়র গৌতম দেব এই প্রসঙ্গে বলে দিয়েছেন, “শঙ্কর ঘোষ ফ্যাক্ট ও ফিগার কোনোটাই জানেনা তাই ওর কথার কোনো উত্তর দেব না।”