নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরাতে দুষ্কৃতীরা হামলা চালালো। যা ট্রেন সফরের ক্ষেত্রে অত্যন্ত চিন্তার ও উদ্বেগের বলেই মনে করা হচ্ছে।
জানা গেছে, হাওড়াগামী ডাউন দুন এক্সপ্রেস বিহারের উপর দিয়ে হাওড়া আসছিল। ওই সময় এস ৯ সংরক্ষিত কামরায় দুই জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি উঠে সিটে বসার চেষ্টা করেন। সেই সময় সেখানে উপস্থিত অন্যান্য যাত্রীরা আপত্তি করলে যাত্রীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এরপর পরবর্তী স্টেশন আসতেই প্রায় শতাধিক লোক ওই কামরায় হুড়মুড়িয়ে উঠতেই উপস্থিত যাত্রীদের ছুরি এবং লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
Sponsored Ads
Display Your Ads Here
মহিলা থেকে শুরু করে ছোটো শিশুও কেউই মারধরের কবল থেকে বাদ যায়নি। এই ঘটনায় একাধিক যাত্রীর মাথা ফাটে। পরে রেল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। আতঙ্কিত এক জন যাত্রীর কথায়, “কিসে চড়ে যাতায়াত করব বলুন তো? আমি তো ভাবতেই পারছি না এমন কিছু হতে পারে। আমার নিজের চোট লেগেছে। বাচ্চাটার লেগেছে। কেউ সুরক্ষিত নয়।”
Sponsored Ads
Display Your Ads Here