অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কালীঘাটে স্কাইওয়াকের কাজের জন্য বেশ কিছু স্থানীয় দোকানের নিয়মিত ব্যবসা বন্ধ রয়েছে। ফলে সুবীর রায় সহ বেশ কয়েক জন ব্যবসায়ী ব্যবসার ক্ষতিপূরণ বা অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আজ বিচারপতি কৌশিক চন্দের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আবেদনকারীদের দাবী, “ব্যবসা বন্ধ থাকায় মহাজনের থেকে নেওয়া ধারের টাকা মেটানো যাচ্ছে না। এতে বিপাকে পড়তে হচ্ছে। তাই আদালতের হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে।” প্রসঙ্গত, ২০২২ সালের জানুয়ারী মাসে কালীঘাটের স্কাইওয়াক নির্মাণের কাজ শুরু হয়। ২০১৯ সালে কালীঘাট মন্দির ও সংলগ্ন চত্বর সাজাতে ১৫ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। যা বাড়িয়ে ১৭ কোটি টাকা করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
আর কলকাতা পুরসভা এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরকে মন্দিরের বাইরের জায়গার সংস্কার এবং স্কাইওয়াক নির্মাণের দায়িত্বে রাখা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলায়েন্স গোষ্ঠীর হাতে মন্দির সংস্কারের যাবতীয় দায়িত্ব তুলে দেন।
Sponsored Ads
Display Your Ads Here