অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ডিজেল-পেট্রোলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে আবারো ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়লো। এই নিয়ে রান্নার গ্যাসের দাম পর পর চার মাস বাড়ায় মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ পড়লো। এখনো অবধি রান্নার গ্যাসের দাম ৩০০ টাকারও বেশী বাড়লো।
প্রতি মাসেই লাফিয়ে লাফিয়ে রান্নার গ্যাসের দাম বাড়ছে। ৯০০ টাকা পেরিয়ে হাজারের দিকে ছুটছে ভর্তুকিহীন গ্যাসের দাম। এবার অক্টোবরের প্রথমেই রান্নার গ্যাসের দাম বাড়লো। সেপ্টেম্বরে রান্নার গ্যাসের দাম ৯১১ টাকা ছিল। অক্টোবরে তা ১৫ টাকা বেড়ে ৯২৬ টাকা হলো। ফলে মধ্যবিত্তদের কপাল ভাঁজ পড়ার জোগাড়। কারণ গ্রাহকদের অ্যাকাউন্টে ভর্তুকির টাকাও ঢুকছে না।
Sponsored Ads
Display Your Ads Here
এলপিজি সংস্থা জানাচ্ছে, আন্তর্জাতিক বাজারে গ্যাস তৈরীর উপাদানগুলির দাম বেড়েছে। তাই এর সাথে সামঞ্জস্য রেখে রান্নার গ্যাসের দামও বাড়ছে। কিন্তু প্রতি মাসে এভাবে রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তদের পকেটেও টান পড়ছে কেননা সরকার ভর্তুকির টাকা প্রদানের ব্যাপারেও কিছু জানাচ্ছে না।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে পাঁচ দিন আগে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৩৫ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে ১৮০৫ টাকা ৫০ পয়সা দাঁড়িয়েছে। যার জেরে বিভিন্ন ছোটো ব্যবসায়ী থেকে শুরু করে রেস্তোরাঁর মালিকরা অসুবিধার সম্মুখীন হবেন।
Sponsored Ads
Display Your Ads Here