রায়া দাসঃ কলকাতাঃ আজ সল্টলেকের দুই নম্বর গেটের সামনে দু’টি বাসের রেষারেষিতে তৃতীয় শ্রেণীর এক জন ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম আয়ুষ পাইক। বয়স ১১ বছর। বাড়ি মানিকতলায়। আয়ুষ কেষ্টপুরের একটি বিদ্যালয়ে পড়ত। এর আগে বেহালা ও বাঁশদ্রোণীতে দুই জন স্কুলপড়ুয়া প্রাণ হারিয়েছে। এই দুর্ঘটনার জেরে পথ অবরোধও চলে।
জানা যায়, আয়ুষ মায়ের সাথে বিদ্যালয় থেকে স্কুটিতে চেপে ফিরছিল। তখন দু’টি বাসের রেষারেষি চলছিল। কিন্তু সল্টলেকের দুই নম্বর গেটের সামনে সল্টলেক-হাওড়া রুটের বাসের ধাক্কায় সে স্কুটি থেকে পড়ে যায়। এরপর দ্রুত আয়ুষকে হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই মৃত্যু হয়। আর তার মাকে হাসপাতালে ভর্তি করানো হলে তিনি চিকিৎসাধীন আছেন। এদিকে, এই ঘটনার পর স্থানীয়রা বাস ভাঙচুর করেন।
Sponsored Ads
Display Your Ads Here
আবার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। পথ অবরোধও করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবরোধকারীদের সাথে দফায় দফায় কথাবার্তা বলে। ফলে শেষ অবধি অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করেন।
Sponsored Ads
Display Your Ads Here