নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের দিঘার সমুদ্রে আবার মৎস্যজীবীর জালে ধরা পড়লো দু’শো কেজি ওজনের একটি বিশালাকার কই ভোলা। যা দেখতে আগ্রহীদের দিঘা মোহনার মাছ বাজারে ভিড় জমে যায়।
‘দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের’ ভাইস চেয়ারম্যান নবকুমার পয়ড়্যা জানান, ‘‘প্রায় দুই কুইন্টাল ওজনের একটি কই ভোলা দিঘা মোহনার পাইকারী বাজারের জনৈক সুজিত করের আড়তে আসলে নিলামে মাছটির দাম প্রায় ১ লক্ষ ২৭ হাজার টাকা ওঠে। আর এতো বড়ো মাছ সচরাচর দিঘার সমুদ্রে পাওয়া যায় না। এই মাছ ওড়িশার এক জন মৎস্যজীবীর জালে ধরা পড়েছিল। তাই ওই মৎস্যজীবী এই মাছটি বিক্রি করে রাতারাতি লাখপতি হয়ে যান।’’
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য যে, এই কই ভোলা মাছের বাজারে বিপুল চাহিদা আছে। বিশেষ করে বাংলাদেশে খুবই জনপ্রিয়। অনেক দামে বিক্রি হয় বলে এখানে নিলামেও বেশ ভালো দামেই বিক্রি করা যায়। এছাড়া মৎস্যজীবীদের কথায়, ‘‘কই ভোলা মাছ শিকার করতে গভীর সমুদ্রে যেতে হয়। তাতে অত্যন্ত ঝুঁকিও থাকে।’’
Sponsored Ads
Display Your Ads Here