অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ রাজাবাজারে ভিক্টোরিয়া কলেজের সামনে চলন্ত একটি গাড়িতে আচমকাই আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরী হয়েছে।
এই দুর্ঘটনায় পাশের একটি গাড়িতেও আগুন ছড়িয়ে পড়েছে। দমকল বিভাগ ঘটনার খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। মূলত গাড়ির চারটি চাকাতে জল দেওয়া হচ্ছে। দমকল আধিকারিকদের প্রাথমিক ভাবে অনুমান, টায়ারে আগুন লেগে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু গাড়িটিতে আগুন লাগলো কি কারণে তা এখনো অবধি বোঝা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবী, “বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে।” এদিকে পাশে দাঁড়িয়ে থাকা গাড়িটিও এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সপ্তাহের প্রথম দিনে শহরের ব্যস্ততম রাস্তায় এই ঘটনার জেরে যানজটও তৈরী হয়েছে।