অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সন্ধ্যেবেলা টেরিটি বাজারের একটি তিন তলা বাড়িতে আগুন লেগে ভয়াবহ পরিস্থিতি তৈরী হয়। যে বাড়িতে আগুন লেগেছে সেটি একশো বছরের পুরোনো। আর প্রথমে বাড়ির কাপড়ের দোকানে আগুন লেগেছিল। তা থেকেই আগুন ছড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রবল উত্তেজনা শুরু হয়।
দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন নিয়ে এসে উপস্থিত হয়। কিন্তু ঘিঞ্জি ও সরু গলিতে দমকলের গাড়ি ঢুকতে না পেরে রিলে পদ্ধতিতে জল দিয়ে আগুন নেভানোর কাজ চালানো হয়। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে।
এলাকাবাসীদের সহায়তায় ওই বাড়ি থেকে সবাইকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। তবে এখনো অবধি অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট ভাবে জানা যায়নি। যদিও এলাকাবাসীদের দাবী, “ওই বাড়ির তিন তলা থেকে খুব জোরে আওয়াজ শোনা গিয়েছিল। তাই সিলিন্ডার ফেটেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে মনে করা হচ্ছে।”