নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানাঃ আজ ভোর রাতেরবেলা তেলঙ্গানার সেকেন্দরাবাদের ভোইগুডা এলাকায় একটি কাঠের গুদামে আগুন লেগে মৃত্যু হয়েছে ১১ জন শ্রমিকের। ভয়াবহ অগ্নিশিখায় চারিদিক অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, চারিদিকে যখন অন্ধকার সকলে ঘুমে মগ্ন এমন সময় আগুনের লেলিহান শিখা একটি কাঠের গুদামকে গ্রাস করল। কারখানার গুদামের ঠিক উপরের তলাতেই শ্রমিকরা থাকতেন। আগুন লাগার পরই এক জন শ্রমিক কোনো রকমে দোতলা থেকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচালেও ১১ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন।
আশেপাশের মানুষ বাকি শ্রমিকদের চিৎকারে ছুটে এসে প্রথমে দমকল বিভাগের কাছে খবর দেন। দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা সকলেই বিহারের বাসিন্দা। আর মৃতদেহগুলি এমন ভাবে পুড়ে গিয়েছে যে চেনার কোনো উপায় নেই। মৃতদেহগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ডিএনএ পরীক্ষার পরই শনাক্ত করা সম্ভব হবে। এর পাশাপাশি দমকল আধিকারিকরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন। যদিও দমকল আধিকারিকদের প্রাথমিক ভাবে অনুমান, মৃত ব্যক্তিরাও পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু প্রচণ্ড ধোঁয়ায় দমবন্ধ হয়ে অচৈতন্য হয়ে পড়ায় আগুনের গ্রাসে একেবারে ঝলসে যান।
এই ঘটনায় তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও শোকপ্রকাশ করা ছাড়াও জানিয়ে দিয়েছেন যে, “মৃতদের পরিবারগুলিকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।”