অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ বিকেলে কলকাতার আনন্দপুর থানার পশ্চিম চৌবাগার চিনা মন্দির এলাকায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আশপাশ কালো ধোঁয়ার চাদরে আচ্ছন্ন হয়ে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, কারখানাটি এলাকার একটি চারতলার বিল্ডিংয়ে ছিল। আর বিল্ডিংটির দু’তলা জুড়ে কারখানার সমস্ত কাজ চলত।
এই ঘটনার পর প্রথমে স্থানীয়রা বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে আসেন। এদিকে যে বিল্ডিংয়ে আগুন লেগেছে, তার লাগোয়া অনেক বাড়ি রয়েছে। ফলে আগুন সব বাড়িতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় দ্রুত ওই সব বাড়িগুলি খালি করে দেওয়া হয়েছে। কিন্তু জোরে বাতাস বওয়ার কারণে দমকলকর্মীদের আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।