নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গতকাল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার কিয়াগেড়িয়া এলাকায় পরপর তিনটি মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে এলাকায় পরপর তিনটি মন্দিরে তালা ভাঙা হয়েছে। আর চোরেরা মন্দিরে থাকা সোনা-রুপোর গহনা সহ পুজোর সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে। বাসিন্দাদের দাবী, “এলাকার পঞ্চগ্রামী শীতলানন্দ শিব মন্দিরে প্রায় পুজোর সামগ্রী সহ বেশ কিছু সোনার গহনা ও এক কেজির মত রুপোর গহনা ছিল।” কিন্তু শিব মন্দিরের পাশাপাশি একই এলাকায় থাকা গ্রামের একটি শীতলা মন্দিরেও চুরি হয়।
এলাকাবাসীরা জানান, “শীতলা মন্দিরে থাকা তিনটি পিতলের বিগ্রহ সহ সোনা এবং রুপোর গহনা চুরি হয়।” মূলত অভিযোগ উঠছে যে, “রাতেরবেলা ইলেকট্রিক বন্ধ করে একসাথে চুরির ঘটনা ঘটানো হয়েছে।” ইতিমধ্যে এলাকাবাসীরা চন্দ্রকোণা থানায় খবর দিয়েছেন। পুলিশ খবর পেয়ে এলাকায় এসে তদন্ত শুরু করেছেন। পাশাপাশি এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদও করেছেন।