পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার নামখানা ব্লকের অন্তর্গত মৌসুনি দ্বীপ, পর্যটকদের কাছে অন্যতম একটি পর্যটনস্থল। আজ সকালবেলা ওই রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিন হঠাৎ স্থানীয়রা রিসর্টের একটি কটেজ থেকে ধোঁয়া বেরোচ্ছে দেখতে পান। এরপর কিছু করে ওঠার আগেই গোটা কটেজে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণে আনতে পারেননি। ফলে গোটা কটেজটিই আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বছরের বেশীর ভাগ সময় এখানে পর্যটকদের আনাগোনা লেগে থাকে। তবে যে কটেজটিতে আগুন লেগেছে, ঘটনার সময় সেখানে কেউ ছিলেন না। ফলে প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। আর রিসর্টের অফিস, রান্নাঘর, স্টোর রুম ও ডাইনিং রুমে আগুন লেগে যাওয়ায় এই চারটি ঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
রিসর্টের ম্যানেজার সুরজিৎ দাস জানান, “এই অগ্নিকাণ্ডের জেরে রিসর্টের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে গিয়েছে। কটেজটি বাঁশ ও খড়ের ছাউনি দিয়ে তৈরী হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে। পুজোর মুখে এই ঘটনা ঘটায় অনেক ক্ষয়-ক্ষতি হয়ে গিয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here