নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ এবার দক্ষিণ দিল্লির চিরাগ দিল্লি এলাকার বাসিন্দারা এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল। যা দেখে বা শুনে গোটা শহরবাসী রীতিমতো হকচকিয়ে গেলেন। যেখানে ঘরের মধ্যে থাকা মাইক্রোওয়েভ ওভেনের ভিতর থেকে অনন্যা নামে দু’মাসের এক শিশু কন্যার দেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অনন্যার জন্মের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। ওই দম্পতির চার বছর বয়সী একটি পুত্রসন্তানও আছে। গতকাল ওই শিশুর মা ডিম্পল কৌশিক ঘরের দরজা ভিতর থেকে আটকে দেন। অনেকক্ষণ কোনো সাড়া না পাওয়ায় ডিম্পলের শাশুড়ি বিষয়টি প্রতিবেশীদের জানাতেই প্রতিবেশীরা পুলিশের কাছে খবর দেন।
পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন, ডিম্পল অচৈতন্য অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন। কিন্তু অনন্যার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। তখন প্রতিবেশীরা ঘর থেকে শুরু করে বাড়ির চারপাশ তন্ন তন্ন করে খুঁজলেও পাননি। এরপর দোতলায় একটি ঘরের মধ্যে রাখা মাইক্রোওয়েভ ওভেনে চোখ যেতেই চমকে ওঠেন। মাইক্রোওয়েভ ওভেন খুলতেই অনন্যার নিথর দেহ উদ্ধার হয়।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, কন্যাসন্তান জন্মানো নিয়েই প্রায়শই ডিম্পলের স্বামী গুলশন কৌশিকের সঙ্গে অশান্তি হত। এই ঘটনায় ডিম্পলের শ্বশুরবাড়ি কোনো ভাবে যুক্ত রয়েছে কি না তা তদন্ত করার পাশাপাশি ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তবে শিশুটির এই মর্মান্তিক ঘটনার পিছনে ডিম্পলের উপরই সন্দেহ করা হচ্ছে।